মক্কা ইউনিভার্সিটি

মক্কা ইউনিভার্সিটি

বাংলাদেশ থেকে ‘মক্কা ইউনিভার্সিটি’ স্কলারশিপে ভর্তি হবেন যেভাবে

আবেদনের জন্য প্রয়োজনীয় নীতিমালা ও ডকুমেন্টসসমূহ।

১. আবেদনকারীর বয়স ১৭ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। পুরুষ মহিলা উভয়েই আবেদন করতে পারবেন,তবে মহিলার মাহরাম লাগবে এবং উচ্চমাধ্যমিক সনদ উত্তীর্ণ সাল ৫ বছর অতিক্রম করতে পারবে না।
২. আলিম বা উচ্চমাধ্যমিক অথবা শহরে বেকায়ার সার্টিফিকেট।
৩. আলিম বা উচ্চমাধ্যমিক অথবা শহরে বেকায়ার মার্কশিট। (সার্টিফিকেট ও মার্কশিট নিজ নিজ শিক্ষাবোর্ড এবং শিক্ষামন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে। )
৪. আলিম বা উচ্চমাধ্যমিক অথবা শহরে বেকায়ার প্রশংসাপত্র।
৫. জন্মসনদ।
৬. পাসপোর্ট।
৭. প্রার্থীর ছবি (৬*৪) সাইজ। (ছবি টুপি ও চশমা ছাড়া এবং ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে)
৮. মেডিকেল ফিটনেস সার্টিফিকেট (জেলা সিভিল সার্জন অফিস থেকে পাওয়া যায়)।
৯. দু’জন আরব প্রসিদ্ধ ব্যক্তি থেকে চারিত্রিক সনদ।
১০. অতিরিক্ত যোগ্যতার অন্যান্য সনদপত্র থাকলে (যেমন হেফজ, আরবি ভাষাদক্ষতার কোনো কোর্স) সেগুলোও অপশনাল হিসাবে জমা দেওয়া ভালো।
১১. এই সব ডকুমেন্টগুলো আরবীতে অনুবাদ করে আরবী ফাইল অনলাইনে জমা দিতে হবে।

যেভাবে আবেদন করবেন

এসব ডকুমেন্ট প্রথমে আরবি ও নোটারি (আইনজীবী সত্যায়ন) করে শিক্ষামন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়ন করাতে হবে। (পাসপোর্ট আরবি ও সত্যায়ন করতে হবে না) এরপর সবগুলো ডকুমেন্ট স্ক্যান করে ভার্সিটির এডমিশন ওয়েব পেজে গিয়ে অনলাইনে আবেদন করবেন । বছরের যেকোনো সময় আবেদন করা যায়। আবেদন সম্পূর্ণ অনলাইনভিত্তিক ও বিনামূল্যে।
মনে রাখবেন, মদিনা ভার্সিটির শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু বিনামূল্যে ভিসা, বিমান টিকেট, মাসিক ছাত্রবৃত্তি প্রায় ৮৪০ সৌদি রিয়াল। কোনো টিউশন ফি নেই। বিনা মূল্যে থাকা ও চিকিৎসার ব্যবস্থা আছে। কিছু বিশ্ববিদ্যালয়ে বিবাহিত শিক্ষার্থীদের জন্য ফ্যামিলি ভিসা ও কোয়ার্টারের ব্যবস্থা আছে। বছরে তিন থেকে চার মাস গ্রীষ্মকালীন ছুটি, দেশে আসা-যাওয়ার টিকিট (বছরে একবার) ও প্রস্তুতি ভাতা ইত্যাদি। বিশ্বের কোথাও ভার্সিটির কোনো এজেন্ট নেই, তাই কারো কাছে টাকা দিয়ে প্রতারিত হবেন না।

বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনার জন্য সাউদি আরবের প্রসিদ্ধ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের তালিকা।

১। মদিনা ইসলামী ইউনিভার্সিটি, মদিনা।
২। কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি, জেদ্দা।
৩। উম্মুল কুরা ইউনিভার্সিটি, মক্কা।
৪। তাইবাহ ইউনিভার্সিটি, মদিনা।
আপনার আবেদন নিজেই করতে পারবেন। আরবি জানলে আরবিতে, অন্যথায় ইংরেজিতে আবেদন করবেন।
নিজে নিজে না পারলে আমাদের মাধ্যমে ন্যূনতম কিছু টাকা দিয়ে সম্পূর্ণ কাজটি করতে পারবেন।

ইলমী শুভযাত্রায় আপনার প্রতি আল্লাহ তায়ালার অশেষ দয়া ও কৃপা কামনা করছি।

Shopping cart
Sign in

No account yet?

Menu
0 Wishlist
0 Compare
0 items Cart